সোমবার ২৪ ফেব্রুয়ারী ২০২৫ - ০৯:০০
মুমিনের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

সুখ বা দুঃখ, প্রভাব ও প্রতিপত্তি- কোনো কিছুই মুমিনকে হকের পথ থেকে বিচ্যূত করতে পারে না।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম রেজা (আ.) বলেছেন,
اَلْمُؤمِنُ اِذا غَضِبَ لَمْ یُخْرِجْهُ غَضَبُهُ عَنْ حَقٍّ، وَ اِذا رَضِیَ لَمْ یُدْخِلْهُ رِضاهُ فی باطِلٍ، وَ اِذا قَدَرَ لَمْ یَأْخُذْ اَکْثَرَ مِنْ حَقِّه

মুমিন

১. যখন রাগান্বিত হয়, তার রাগ তাকে সত্য থেকে বিচ্যূত করে না।

২.যখন সন্তুষ্ট হয়, তার সন্তুষ্টি তাকে বাতিলের দিকে প্ররোচিত করে না।

৩. যখন ক্ষমতাশালী হয়, তখন সে তার অধিকারের চেয়ে বেশি গ্রহণ করে না। 

[বিহারুল আনওয়ার, খণ্ড- ৭৫, পৃষ্ঠা- ৩৫৫]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha